চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে ১৫০ গজ দক্ষিণে উক্ত স্থানের অবস্থান। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সংযোগ সড়কের পাশ্বে অবস্থিত।
ইংরেজ শাসনামলে চন্ডিদাশ নামে এক হিন্দু জমিদার এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন। তৎকালীন সময়ে তার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। এই জমিদারের নামানুসারে গ্রমটির নাম করন করা হয়েছিল চন্ডিপাশা। জনকল্যানর্থে চন্ডিদাশ রেজিষ্টারী দলীল মূলে পরিষদের নামে জমি দান করেন। স্থান দাতার নামানুসারে পরিষদের নাম করন করা হয় "চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ"।
চন্ডিদাশের মৃত্যুরপর এখানে তাদের স্মৃতিসরূপ ইংরেজি ১৯২০, বাংলা ১৩২৬ সনে নির্মিত দুইটি মঠ বিদ্যমান আছে। ইউনিয়ন পরিষদের সন্নিকটে তাঁর বাড়ীর পুরাতন দালান-কোঠা কালের স্বাক্ষী হিসেবে ব্যিমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস