Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চন্ডিদাশের মঠ ও বাড়ি
কিভাবে যাওয়া যায়

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে ১৫০ গজ দক্ষিণে উক্ত স্থানের অবস্থান। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সংযোগ সড়কের পাশ্বে অবস্থিত।

বিস্তারিত

ইংরেজ শাসনামলে চন্ডিদাশ নামে এক হিন্দু জমিদার এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন। তৎকালীন সময়ে তার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। এই জমিদারের নামানুসারে গ্রমটির নাম করন করা হয়েছিল চন্ডিপাশা। জনকল্যানর্থে চন্ডিদাশ রেজিষ্টারী দলীল মূলে পরিষদের নামে জমি দান করেন। স্থান দাতার নামানুসারে পরিষদের নাম করন করা হয় "চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ"।

চন্ডিদাশের মৃত্যুরপর এখানে তাদের স্মৃতিসরূপ ইংরেজি ১৯২০, বাংলা ১৩২৬ সনে নির্মিত দুইটি মঠ বিদ্যমান আছে। ইউনিয়ন পরিষদের সন্নিকটে তাঁর বাড়ীর পুরাতন দালান-কোঠা কালের স্বাক্ষী হিসেবে ব্যিমান।